গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আটকসহ কোনো প্রকার হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন আদালত।
ইমরান সরকারের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিকেলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, বিদেশ যেতে ‘বাধা’ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ এবং বিদেশ যাওয়ার অনুমতির দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ইমরান এইচ সরকার।
প্রসঙ্গত, গণজাগরণমঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ‘বাধা’ দেয়ার অভিযোগ তোলা হয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে বিমানবন্দর থেকে ফিরতে হয় ইমরানকে। মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৮/মাহবুব