জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী বলেছেন, দেশে এক দলের রাজনীতি করার দিন শেষ। এখন ঐক্য ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। তাই জাতীয় ঐক্যের রাজনীতি চালু করতে হবে। এসময় সোনার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাকের পার্টির তৃতীয় জাতীয় কাউন্সিলের উদ্বোধনী ভাষণে তিনি এই আহবান জানান।
কাউন্সিলে সভাপতিত্ব করেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী। বৃষ্টিভেজা কাউন্সিল অধিবেশনে জাকের পার্টির কেন্দ্রীয় নেতাসহ কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।
জাকের পার্টির চেয়ারম্যান আরো বলেন, এক দলের রাজনীতি সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি করে। এ নীতি থেকে বের হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এটি করতে পারলেই দেশ স্বংয়সম্পূর্ণ হবে। ধর্মীয় উগ্রবাদ রোধ হবে।
নির্বাচনে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জাকের পার্টি বর্তমান সরকারকে ততক্ষণ পর্যন্ত সমর্থন দেব, যতক্ষণ পর্যন্ত সরকার ভালো কাজ করবে, দেশের সমৃদ্ধিতে কাজ করবে।
মোস্তফা আমীর ফয়সাল আরো বলেন, একটি মহল নির্বাচন বন্ধ করতে অনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এটি প্রতিরোধ ও প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে। এজন্য আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আমরা নির্বাচনে অংশ নেব। সরকারকে সব ধরনের সহযোগিতা করবো।
তিনি বলেন, দেশের সমৃদ্ধির স্বার্থে, দেশের স্বার্থে, বর্তমান সরকারকে সমর্থন দিয়ে ওই নির্বাচনে অংশ নেব। কারণ, আমরা হাসি মুখে ভোট দিতে চাই। নেতা নির্বাচিত করতে চাই। আমরা বিশ্ববাসীর কাছে, দেশের মানুষের কাছে, একটি গ্রহণযোগ্য নিবাচন উপহার দিতে চাই। ওই নিবাচন হবে ঈদের মতো। কোনো হানাহানি থাকবে না।
এ সময় তিনি জাকের পার্টির সব নেতা-কর্মীদের প্রতিটি গ্রামে গ্রামে আগামী নির্বাচনের জন্য জনমত গড়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. খাজা সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী বলেন, আমরা রাজনীতির অগ্রযাত্রায় থাকতে চাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বার্থে কাজ করতে চাই। ওই নিবাচনে বর্তমান সরকারকে সমর্থন দিয়েই অংশ নিতে চাই। তবে এটা ছোট আকারে না, বৃহৎ আকারেই আমরা অংশ নিতে চাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার