নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত কয়েকদিন অঘোষিত ধর্মঘট পালন করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। নিরাপত্তার অজুহাতে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে মানুষকে। তবে সোমবার থেকে ফের রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত জানায় বাস মালিক-শ্রমিকরা।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীতে খুব কম সংখ্যক বাস চলাচল করছে। সংখ্যাটা এতোই নগন্য যে এক বাসে উঠতে রীতিমতো যুদ্ধে নামতে হচ্ছে যাত্রীদের। বাদড় ঝুলার মতো বাসে উঠতে হচ্ছে কর্মমুখী মানুষকে। ঠেলাঠেলি করে পুরুষ যাত্রীরা অনেক সময় বাসে উঠতে পারলেও সবচেয়ে বিপাকে পড়েছেন নারী যাত্রীরা।
ফার্মগেট থেকে আব্দুল্লাহপুরগামী আনোয়ারা নামে এক নারী যাত্রী বলেন, 'অতদিন তো পুলাপাইনের দোহাই দিছে, অহন তো পুলাপান নাই। অহন বাস নামায় না ক্যান, আসলে হ্যাগো লাইসেন্সই নাই।
সকালে নতুন বাজার থেকে মতিঝিল যাওয়ার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাসে উঠতে পারেননি শহিদুল নামের এক ব্যক্তি। বললেন, রাস্তায় তো বাস খুবই কম, যেগুলো আসতেছে সব যাত্রীতে ভরা। মনে হয়, পুলিশের ট্রাফিক সপ্তাহ চলছে বলে ট্রাফিকের ভয়ে রাস্তায় বাস নামাচ্ছে না তারা। কারণ অধিকাংশ গাড়িরই ফিটনেস নাই, লক্কর-ঝক্কর। আবার অনেক গাড়ি ও চালকেরও লাইসেন্স নাই। কিন্তু তারা এতোদিন গাড়ি চালাইছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান