কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি চাই বঙ্গবন্ধু যাতে ধ্বংস না হয়। খালেদা জিয়া যেন নিগৃহীত না হয়। শেখ হাসিনা ক্ষমতা হারালে আমার কোনো কথা নেই। কিন্তু শেখ হাসিনা নিগৃহীত হলে, তার অসম্মান হলে আমি চুপ থাকবো না। বঙ্গবন্ধুকে হত্যার পর যেমন চুপ থাকিনি, শেখ হাসিনার কিছু হলেও মেনে নেব না।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগকেও চাই না, বিএনপিকেও চাই না। আমরা আওয়ামী লীগ ও বিএনপিকে সমদূরত্বে রেখে জাতীয় করতে চাই।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু হত্যা ও তার প্রতিবাদ, প্রতিরোধী সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে তার বহিষ্কার প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের শক্তি ছিলো না আমাকে বহিষ্কার করার। আমি আওয়ামী লীগকে বহিষ্কার করেছি। আমি পদত্যাগপত্র পাঠানোর ৭/৮ দিন পর আমাকে বহিষ্কার করা হয়।
এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন