রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু শুভ সরকার জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে গেন্ডারিয়া এলাকায় যাওয়ার সময় ব্রিজের উপরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা সোহাগ। ঘটনাস্থলের ঠিক পিছনে একটি সিএনজিতে ছিলাম আমরা। পরে দ্রুত সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় বন্ধুদের সাথে দেখা করে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় সোহাগ।
তিনি আরও জানান, সোহাগ গেন্ডারিয়া এলাকায় থাকে। শান্তা মরিয়ম ইউনিভার্সিটিতে লেখাপড়া করত সে।
বিডি প্রতিদিন/৩১ আগস্ট ২০১৮/আরাফাত