বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৯৩ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের বিশেষ দল। আজ শনিবার ভোর ৫টার দিকে ওই এলাকার হৃদয় বেকারীর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জুয়েল মিয়া ওই উপজেলার সুন্দরদী গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/এনায়েত করিম