বরিশালে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমি আওয়ামী লীগকে বিশ্বাস করে হেরে গেছি (সিটি নির্বাচন)। এখানকার মানুষ আমাকে ৫ বার ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি বিশ্বাস করিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ এভাবে ভোট কারচুপি করবে। তারা গৌরনদী-আগৈলঝাড়াসহ বাইরের বিভিন্ন স্থান থেকে লোকজন এনে বরিশালবাসীর ভোট কেড়ে নিয়েছে, বরিশালবাসীর উপর আগ্রাসন চালিয়েছে।
শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দলের যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি সরোয়ার।
এসময় তিনি আরো বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস করে যারা রক্ষক হবে তারাই ভক্ষক হয়েছিলো বরিশালবাসীর সামনে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আগামী দিনের তাওয়া গরম হয়ে গেছে। জনগণ ফুঁসে আছে, আমি ফুঁসে আছি। আরেকবার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করার আহ্বান জানাই।
সভায় অন্যান্যের মধ্যে উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি’র সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অশ্বিনী কুমার হলের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সরোয়ার। ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় এবং ঔষধ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল