সাভারে ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক শিপনের বিরুদ্ধে। বিষয়টির প্রতিবাদ করায় উল্টো শিশুটির বাবাকে হত্যার হুমকি দিয়েছে বাড়ির মালিক ও ধর্ষকের পরিবারের সদস্যরা। এঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার সি.আর.পি ডগরমোড়া মহল্লার বকুল মিয়ার বাড়িতে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ধর্ষক ও তার পরিবারের সদস্যরা গাঁ ঢাকা দেয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত শিপন (২৫) বাবা-মায়ের সাথে ভাড়া থেকে স্থানীয় পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর বাবা মো. শফিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বকুল মিয়ার বাড়িতে থেকে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। শুক্রবার দুপরে আমার মেয়ে গোসল করতে টয়লেটে যায়। এসময় প্রতিবেশী যুবক শিপন আহম্মেদ তার হাত ধরে টেনে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়ের চিৎকারে আমরা ছুটে গিয়ে বিষয়টির প্রতিবাদ করি। এঘটনায় শিপনের বাবা স্থানীয় প্রভাবশালী রজব মাস্টারসহ কয়েকজন ব্যক্তিকে ডেকে এনে বিষয়টি নিয়ে কিছু করলে আমাকে উল্টো হত্যার হুমকি দেয়। বিষয়টি আমি বাড়িওয়ালা বকুলকে জানালে সে আমাকে কিছু টাকা নিয়ে চুপ থাকতে বলে। তা না হলে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে আমি বাধ্য হয়ে বিষয়টি জানিয়ে রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
বাড়ির মালিক বকুল বলেন, ধর্ষণের কোন ঘটনা ঘটেনি। একজন ভাড়াটিয়া একটি শিশুর হাত ধরেছিলো। বিষয়টি স্থানীয় কাউন্সিলর অফিসে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু মেয়ের বাবা তা না মেনে থানায় গিয়ে অভিযোগ দিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, লিখিত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান