আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় নিবিড় আলী (২৮) নামের এক ঠিকাদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পায়ে গুলির ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তর করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জামগড়া এলাকার রুপায়নের মাঠে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে এ হাবিব নামের এক ব্যক্তি ও যুবলীগ নেতা সোহেল সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিবিড় আলী।
আহত পোশাক শ্রমিকের ভাই হুমায়ন কবির বাবু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তার ভাই আশুলিয়ার জামগড়া এলাকায় বাড়া ভাড়িতে থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের দিয়ে চুক্তিতে কাজ করাতেন। ওই এলাকার বাসিন্দা হাবিব একজন স্থানীয় সন্ত্রাসী। হাবিব তার বাহিনী দিয়ে মাদক ব্যবসা, এলাকায় জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। বেশ কিছু দিন যাবৎ হাবিব তার ভাইয়ের কাছে চাঁদা দাবী করে আসছে। পরে চাঁদা না দেওয়ায় শুক্রবার রাত দুই টার দিকে মুন্না নামের এক যুবককে দিয়ে তাকে রুপায়নের মাঠে ডেকে নিয়ে আসে। পরে সেখানে দাঁড়িয়ে থাকা হাবিব ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক সোহেল সরকার তার কাছে আবারো চাঁদা দাবী করে। পোশাক শ্রমিক চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে হাবিব তার ডান পায়ে দুটি গুলি করে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পঙ্গু ভর্তি করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতের ভাই অভিযোগ করে আরো বলেন, হাবিব স্থানীয় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। আর যুবলীগ নেতা সোহেল সরকার সহ বিভিন্ন লোকজনের প্রভাব খাটিয়ে সে তার ভাইকে গুলি করেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে যুবলীগ নেতা সোহেল সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান