অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রবীণদের সুখ-দুঃখ, আশা-নিরাশা ও জীবনের অভিজ্ঞতা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবসকে সামনে রেখে “প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্ততি নিন” এই শ্লোগানে গতকাল শনিবার এসব কর্মসূচি পালিত হয়।
বাবা-মা ও প্রবীণদের যথাযথ মর্যাদা ও সম্মান দিয়ে সমাজে নিজেদের দায়িত্ব পালন করা সকল সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়টিতে জনসচেতনতা গড়ে তুলতে সভ্যতা নামের একটি সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ ইন্সুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামিম পিএসসি (অবঃ), ইসলামী ব্যাংক বাংলাদেশের উপ ব্যবস্থাপনা পরিচালক তাহের আহম্মেদ চৌধুরী, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং কথা সাহিত্যিক আতা সরকার।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ জাতিসংঘ সমিতির সচিব হারাধন গাঙ্গুলী, ও সভাপতির দায়িত্ব পালন করেন কবি কাজী রোজী এমপি। পিতা-মাতার ভরণ-পোষণ আইন, বয়স্ক ভাতা, বিধাবা ভাতা ও বিভিন্ন ভাতার বিষয় বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সভ্যতার চেয়ারম্যান রেজওয়ানা হোসেন সুমী এবং অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সভ্যতার সিইও ফটো সাংবাদিক শাকিল হোসেন।
বিডি প্রতিদিন/২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল