বরিশাল উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সহসভাপতি রফিকুল ইসলাম লাবু, হিজলা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গফফার তালুকদার ও গিয়াসউদ্দিন দিপেন।
সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলীয় নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হাওয়ার আহ্বান জানান। আগামী দিনে বিএনপি’র কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দুর্বার আন্দোলনের মাধ্যমে মুক্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ে সরকারকে বাধ্য করারও ঘোষণা দেন বক্তারা।
এদিকে, উত্তর জেলা বিএনপি’র আলোচনা সভার পর নগরীর সদর রোডে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুুক্তির দাবীতে বরিশালে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের সাথে বাদানুবাদে লিপ্ত হলেও শেষ পর্যন্ত তাদের বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ।
বিডি-প্রতিদিন/০২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব