ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা তার এ বক্তব্যকে ধারণ ও লালন করে এগিয়ে যাব। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আজ পলাশীর মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্বক জনসভায় উদ্বোধক হিসেবে একথা বলেন মেয়র সাঈদ খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বক্তব্য রাখেন। এছাড়া ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সনাতন আয়োজক কমিটির নেতারা বক্তব্য রাখেন।
সাঈদ খোকন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে যাচ্ছে। আজ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে যেমন সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে উৎসব পালন করছেন, ঠিক তেমনি আমরা ঈদের সময় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে উৎসব করেছি। আমরা সবাই একসঙ্গে যার যার ধর্ম পালন করবো এটাই বঙ্গবন্ধুর শিক্ষা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার