একুশে টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক মামুনুর রশীদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মধ্যরাতের দিকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মামুনুর রশীদ একুশে টিভির হয়ে দীর্ঘদীন প্রধানমন্ত্রী বিটে কাজ করেছেন। তার অকাল প্রয়াণে শোক জানিয়েছেন একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রধান বার্তা সম্পাদক জাহিদুল ইসলামসহ উর্দ্ধতন কর্মকর্তা এবং সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/হিমেল