রাজধানীর নর্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথশিশু নিহত হয়েছে। নিহত সেই পথশিশুর নাম লুৎফর (১১)।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া জানান, নর্দা থেকে কোকাকোলা মোড়ের মধ্যবর্তী মেইন রোডে কোনো যানবাহন শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অন্য এক পথশিশুর মাধ্যমে তার নাম লুৎফর বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর