রাজধানীর কদমতলি মুরাদপুর পুদ্দারবাজার এলাকায় একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর সরকার (২২) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মিজানুর শরিয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের মজিবুর সরকারের ছেলে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী মীর হাজীরবাগে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর