গাজীপুর মহানগরের পুবাইল কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঢাকার টিএনটি কড়াইল বস্তি এলাকার মুসা এবং মোস্তাফিজুর রহমান।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পুবাইল কলেজ গেট রেলক্রসিং এলাকায় নিয়মিত চেক করার সময় গাড়ি থেকে মুসা এবং মোস্তাফিজুর পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।
পরে মুসার কাছ থেকে তিন রাউন্ড গুলি ভরা একটি বিদেশি পিস্তল এবং মুস্তাফিজের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা কিলার গ্রুপের সদস্য। এবং আশেপাশে কোথাও অপারেশন এসেছিল।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৮/আরাফাত