নারায়ণগঞ্জের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ ও কাপড় ব্যবসায়ী স্বপন কুমার সাহা হত্যার প্রধান আসামি পিন্টু দেবনাথের ফাঁসির দাবিতে মিছিল বের করেছে স্বর্ণ শিল্পী শ্রমিকরা। তাদের সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ করে মিছিলকারীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কালিরবাজার স্বর্ণপট্টি থেকে পিন্টুর ফাঁসির দাবিতে স্লোগানে চাষাঢ়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ে মিছিল শেষ হয়। স্বর্ণ শিল্পী শ্রমিক ফেডারেশনের সভাপতি সভাপতি অরুণ কুমার দত্ত, সাধারণ সম্পাদক মুকুল মজুমদার ও সহ-সভাপতি বাসুদেব কর্মর্কার নেতৃত্বে মিছিলে শতাধিক স্বর্ণ শিল্পী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে উপস্থিত স্বর্ণ শিল্পীদের উদ্দেশ্যে বক্তব্যে স্বর্ণ শিল্পী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মুকুল মজুমদার বলেন, যে পর্যন্ত খুনি পিন্টু দেবনাথের ফাঁসি কার্যকর না হবে সে পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে ব্যবসা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাব। পিন্টু দেবনাথে ফাঁসির দাবিতে অচিরেই জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
মিছিলটি জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে আসার সময় আদালতে হাজিরা দিচ্ছিল ব্যবসায়ী প্রবীর ঘোষের হত্যার প্রধান আসামী পিন্টু দেবনাথ।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জুন রাতে নিখোঁজ হয় স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে গত ৯ জুলাই সড়কে শহরের কালীরবাজার এলাকা থেকে পিন্টু দেবনাথ ও বাপানে ভৌমিক বাবুকে গ্রেফতার করে ডিবি। তাদের দেয়া তথ্য মতে, রাতেই শহরের আমলাপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে প্রবীর ঘোষের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এর আগে ২০১৬ সালের ২৭ অক্টোবর নিখোঁজের পর খুন হন ব্যবসায়ী স্বপন কুমার সাহা। রিমান্ডে থাকা অবস্থায় স্বপন হত্যা নিয়ে তথ্য দেন বাবু। এরই মধ্যে স্বপনের বড় ভাই অজিত কুমার সাহা গত ১৬ জুলাই সদর মডেল থানায় একটি হত্যা ও গুমের মামলা করে। সেখানে পিন্টু দেবনাথ, বাপান, আব্দুল্লাহ আল মামুন ও রত্না চক্রবর্তীকে আসামি করে মামলা করে। পরে আদালতে তারা স্বীকারোক্তিতে জানায় স্বপনকেও হত্যার পর লাশ ৭ টুকরো করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার