রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি লাল কম্বল দিয়ে ঢাকা ছিল।
গতকাল বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন বিশ্বাস জানান, খবর পেয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলো। তার পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর