Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২৭

খুলনায় ট্রাক চাপায় কলেজ শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ট্রাক চাপায় কলেজ শিক্ষক নিহত

খুলনার ফুলতলায় সড়ক দুর্ঘটনায় সরকারি বিএল কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, নিহত কলেজ শিক্ষক পায়ে হেঁটে ব্যস্ততম খুলনা-যশোর সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত কলেজ শিক্ষকের বাড়ি নগরীর গগনবাবু রোডে। তিনি ফুলতলা এলাকায় বেড়াতে গিয়েছিলেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকটি  চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় পুলিশ ট্রাকটিকে জব্দ করতে পারেনি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য