নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে ব্লকরেইড দিয়ে জুয়ারীসহ ৪০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাদের মধ্যে তিনজন নারীও রয়েছে। মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব অভিযান চালায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন জানান, দীর্ঘদিন যাবৎ শহরের বাসস্ট্যান্ড এলাকা ছাড়াও শহরের কালীরবাজার, বঙ্গবন্ধু সড়কের একাধিক এলাকায় প্রকাশ্যে এবং ফ্ল্যাট ভাড়া দিয়ে বিশেষ পেশার ব্যানার ব্যবহার করে একটি সিন্ডিকেট রমরমা জুয়ার কারবার চালিয়ে আসছিল। পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার রাতে এসব স্থানে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, এ অভিযানে সিদ্ধিরগঞ্জে শাপলা গেস্ট হাউজ হতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনজন নারীসহ ৪০জন জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়া খেলার ৩ লাখ ১২ হাজার ৫শ টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর