দশম বছরে পা রাখল বাংলাদেশ প্রতিদিন। দেশের গণ্ডি পেরিয়ে স্পেনেও তাই ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।
এদিন বিকাল থেকেই বাংলাদেশ প্রতিদিনের প্রতি প্রবাসীদের ভালোবাসা জানাতে একে একে অনুষ্ঠানস্থলে আসতে থাকে স্পেনে অবস্থানরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় আগত অতিথিদের অভ্যর্থনা জানান বাংলাদেশ প্রতিদিন স্পেন প্রতিনিধি দবির তালুকদার।
অতিথিরাও এসময় একে একে বাংলাদেশ প্রতিদিন পরিবারের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা স্পেন আওয়ামী লীগ সভাপতি এস আর আই রবিন। আরও উপস্তিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হুসেন, বদরুল মাস্তার, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কি, সাংবাদিক জিদ্দি চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, সাংগঠনিক সম্পাদক, ফখরুদ্দিন রাজী প্রমুখ।
পরে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক এর বর্ষপূর্তি উদযাপন করেন।
বিডি প্রতিদিন/১৫ মার্চ ২০১৯/আরাফাত