নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, এজন্য উপজেলা নির্বাচনের জৌলুস নেই। একতরফা নির্বাচনের কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয়।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, এ হলো নির্বাচন বিমুখতা, যা গণতন্ত্র বিমুখতায় পর্যবর্সিতত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া গণতন্ত্রের জন্য সুসংবাদ নয় বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন