রাজশাহীতে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু হয়। এর আগে গত ১৬ মার্চ রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়। সে অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা রেললাইনের দুই ধারে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর পর্যায়ক্রমে নগরীর রেলগেট পর্যন্ত এ অভিযান চালানোর কথা রয়েছে।
এদিকে সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরুর পর অনেকেই পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এসময় কয়েক দফা উচ্ছেদ পরিচালনাকারীদের বাধার মুখে পড়তে হয়। নগরীর কোর্ট স্টেশন, বহরমপুর মোড়সহ বিভিন্ন এলাকার শত শত বাধা দেওয়ার চেষ্টা করেন। দুপুরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উচ্ছেদ অভিযান চলাকালে বস্তিতে বসবাসকারীরা বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এই অভিযান চলতে থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা