নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ১১টার দিকে ঢাবি শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। পরে সেখানে অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়।
এদিকে সড়ক অবরোধের কারণে শাহবাগের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এ আন্দোলনে অংশগ্রহণ করছি। আমরা আবরারসহ সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচার দাবি করছি।
বিডি প্রতিদিন/হিমেল