রাজধানীর মহাখালী কাঁচাবাজার পরিদর্শন করে সেখানে নিত্যপণ্য বিক্রিতে কোনো অনিয়ম পাননি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। রবিবার মহাখালী কাঁচাবাজার আকস্মিক পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে মেয়র আতিকুল কয়েকটি মুদি দোকানে গিয়ে মূল্য-তালিকা প্রকাশ্যে রাখা আছে কি-না এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি-না যাচাই করেন। এছাড়া মাংস দোকানগুলোতেও গিয়ে দাম যাচাই করেন। পরে সাংবাদিকদের কাছে মেয়র বলেন, আজ এই কাঁচাবাজারটি পরিদর্শন করে আমি কোনো অনিয়ম দেখতে পাইনি।
পর্যায়ক্রমে ডিএনসিসির অন্য বাজারগুলোও পরিদর্শন করবেন বলে জানান মেয়র আতিকুল। এ সময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।
ডি-প্রতিদিন/১২ মে, ২০১৯/মাহবুব