রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকার একটি ফ্লাট থেকে মা ছেলে এবং মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ফ্লাটের দরজা ভেঙে তাদের তিনজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মা জাহানারা খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান (২৮) এবং প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিম (২০)। এর মধ্যে মা এবং ছেলে গার্মেন্ট এ চাকরি করতেন বলে পুলিশ জানতে পেরেছে।
জানা যায়, চলতি মাসের শুরুতে তারা নতুন ওই ভবনের নিচ তলার একটি ফ্লাট ভাড়া নেন। দুদিন ধরে ফ্লাটের দরজা বন্ধ ছিল। ৯৯৯ এ ফোন কলে সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এসে দরজা ভাঙলে ভিতরের একটি কক্ষে তিনজনের লাশ দেখতে পায়। তিনটি লাশ উদ্ধারের পর পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কীভাবে মারা গেলেন তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক ধারনা, তারা আত্মহত্যা করতে পারেন। ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে, আমাদের মৃত্যুর জন্য ভাগ্য দায়ী।
লাশ উদ্ধারে ছিলেন উত্তরখান থানার এসআই রহমত উল্লাহ। রাত সোয়া ১১টায় তিনি বলেন, দুজনের লাশ বিছানায় এবং আরেকজনের লাশ পড়ে ছিল মেঝের উপর। লাশ ৩টি অর্ধগলিত হওয়ায় গন্ধ বের হচ্ছিলো কক্ষ থেকে।
তিনি বলেন, মাউসাউদ সড়কের চাপানেরটেক নামক এলাকার একটি নতুন নির্মিত ফ্লাট বাড়ি থেকে মা ছেলে ও মেয়ের লাশ উদ্ধার হয়েছে। লাশ এখনো ঘটনাস্থলেই রয়েছে। বাড়িটির মালিক ডা. কামাল হোসেন ধানমন্ডিতে থাকেন।
প্রতিবেশী এবং দারোয়ান জানান, প্রথম রমজানে তারা ঐ বাসাটি ভাড়া নেয়। এর কয়েকদিন পরই সম্ভবত এই ঘটনা ঘটে। বাসাটি ভিতর থেকে আটকানো ছিলো।
জাহানারার স্বামী ইকবাল হোসেন এক বছর আগে মারা গেছেন। একটি সূত্র বলেছে, জঙ্গী সংশ্লিষ্ট কোনো ঘটনায় ইকবালের মৃত্যু হয়েছিলো। পুলিশ এ বিষয়টিও তদন্ত করে দেখছে।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পাওয়া তথ্যের ভিত্তিতে জানতে পেরে উদ্ধার অভিযানে এসেছি।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৯/মাহবুব/হিমেল