রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সরকারি দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এ ব্যাপারে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, রবিবার তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। চক্রটি চাকরি দেওয়ার কথা বলে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার