বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে ‘তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প আয়-বর্ধণমূলক ফসল উৎপাদন’ শীর্ষক সেমিনার ও ‘তামাক নিয়ন্ত্রণ পদক-২০১৯’ প্রদান করেছে ‘তামাকবিরোধী জাতীয় প্ল্যাটফর্ম’।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে ব্যক্তি ক্যাটাগরিতে, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনকে (ইপসা) প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটিকে গবেষণা/প্রকাশনা ক্যাটাগরিতে ‘তামাক নিয়ন্ত্রণ পদক’ প্রদান করা হয়।
তামাক নিয়ন্ত্রণ-সংক্রান্ত গবেষণামূলক কার্যক্রম সম্পাদনে উৎসাহ প্রদান করার জন্য তরুণ গবেষক হিসেবে সৈয়দা সাজিয়া আফরোজ রুম্পাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মালিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাকবিরোধী জাতীয় প্ল্যাটফর্মের আহ্বায়ক ও পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
বিডি প্রতিদিন/কালাম