বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, কাজের স্বার্থেই জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করে পুলিশ। জনগণ পুলিশের কাছ থেকে নিরাপত্তার সেবা প্রত্যাশী। আর পুলিশ রাষ্ট্র কর্তৃক নিয়োজিত সেবা প্রদানকারী সংস্থা। সুতরাং সেবা গ্রহণকারী আর সেবা প্রদানকারীর মধ্যে একটা সেতুবন্ধন, একটা সু-সম্পর্ক এবং একটু বোঝাবুঝির সম্পর্ক থাকা উচিত। এই সেই সম্পর্ক জোড়দার করার জন্যই কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডে সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সোমবার সকালে বরিশালের কোতয়ালী মডেল থানা চত্ত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নবাগত পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সহকারী কমিশনার মো. রাসেল, শিল্পপতি বিজয় কৃষ্ণ দে, সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নঈমুল হোসেন লিটু, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা আয়শা তৌহিদ লুনা সহ অন্যান্যরা।
সভায় ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গি নির্মূল সহ অপরাধ নিয়ন্ত্রণে উপস্থিত জনগণের সহায়তা কামনা করেন পুলিশ কমিশনার শাহবুদ্দিন খান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম