নারায়ণগঞ্জের চাষাড়া থেকে রবিবার মধ্যরাতে নারীসহ ৭ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ। সোমবার জেলা পুলিশ সুপার কার্যায়ল প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
আটকরা হলো, ফতুল্লার ইসদাইর কাদিয়ানী বাড়ির ভাড়াটিয়া রনি (২৭), পূর্ব মাসদাইর রমিজ খলিফার বাড়ির রুবেল (২৭), চাষাড়া রেলস্টেশনের ভাসমান বাসিন্দা কাজল (২৫), শহরের গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার মো. সুজন (২২), শহরের নন্দীপাড়া বাজারের সামনে জসিম মিয়ার বাড়ির শরিফ হোসেন (২৬), বাবুরাইল বউ বাজার জামালের বাড়ির ভাড়াটিয়া মো. রাজু (৩৫) এবং নতুন জিমখানা এলাকার সোনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া রেহেনা (২০)।
পুলিশ সুপার হারুন অর রশীদ জানিয়েছেন, আমরা অপরাধ দমনে অপরাধীদের গ্রেফতার করবো। সে যেই হোক। আমরা চাই এই শহর একটি শান্তির শহর হয়ে উঠুক। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করুক। নির্ভয়ে রাতবিরাতে মানুষ বুক ফুলিয়ে হাঁটবে। কোনো ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দলীয় সন্ত্রাস এমনকি কোনো ভূমিদস্যু এখানে থাকবে না। এটুকু আমরা প্রত্যাশা করি। সবার সহযোহিতা পেলে তা করা সম্ভব হবে।
তিনি জানান, পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। যাতে করে মানুষ নির্বিঘ্নে তার যাবতীয় কার্যক্রম করতে পারে সে লক্ষ্যে শহরে ছিনতাইকারী গ্রেফতার কার্যক্রম চলছে। আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করি, ঈদ ও রোজা সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে।
বিডি প্রতিদিন/ফারজানা