ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং ২০১৯ এ অংশগ্রহণ করল বাংলাদেশ ডাক বিভাগ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস।
অনুষ্ঠান সমাপনী করেন মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
ইনোভেশন শোকেসিং ২০১৯ এ প্রদর্শিত উল্লেখযোগ্য উদ্ভাবনীগুলোর মধ্যে ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা 'নগদ', বিটিআরসি-এর আইএমইআই ডাটাবেস ও এনওসি স্বয়ংক্রিয়করণ এবং কেন্দ্রীয় বায়োমেট্রিক যাচাইকরণ প্ল্যাটফর্ম, বিটিসিএল-এর বিটিসিএল ডায়ালার এবং টেলিটক এর শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভর্তি ব্যবস্থা ও ফলাফল যাচাইকরণ এবং আইভিআর ব্যবহার করে দুর্যোগের আগাম বার্তা প্রদান।
এই উদ্যোগটির সার্বিক সহায়তায় ছিল এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ, ইউএস এআইডি এবং ইউএনডিপি।
বিডি প্রতিদিন/ফারজানা