নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মার্কেটের মোবাইলের দোকান থেকে ডিবি পুলিশ পরিচয়ে ২ জনকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় নগদ টাকা ও মালামালসহ মোবাইলের দোকানের মালিক সাইদ আহমেদ খান আকাশ (২০) ও দোকানের কর্মচারী জুয়েল বেপারীকে (২০) তুলে নিয়ে যাওয়া হয়।
সোমবার (১৩ মে) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড় এলাকার বদরুদ্দিন শপিং টাওয়ারের নিচতলার আকাশ টেলিকম নামক মোবাইলের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ আকাশের মা আনোয়ারা বেগম সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় দেওয়া ৬ জন লোক এসে নগদ ৮ লাখ ২৬ হাজার ৫২০ টাকা ও মেবাইল রিচার্জ কার্ড, সীম কার্ড, মেমোরী কার্ডসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় দোকান মালিক সাইদ আহমেদ খান আকাশ ও দোকানের কর্মচারী জুয়েল বেপারীকে তুলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, ডিবি পুলিশ পরিচয়ে ২ জনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। নিখোঁজ দুইজন ও মালামাল উদ্ধারে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/হিমেল