বৌদ্ধ পূর্ণিমায় রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল থেকে রাজধানীর সকল বৌদ্ধ মন্দিরে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় মন্দিরের প্রধান ফটকসহ আশপাশ এলাকায় নজর রাখা হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ নিয়োজিত রয়েছে।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী ১৮ এপ্রিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বুদ্ধ পূর্ণিমা ঘিরে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ওই দিন সকল বৌদ্ধ মন্দির ও তার আশপাশ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। বৌদ্ধ মন্দির ও আশপাশ এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সকল দর্শনার্থীকে ম্যানুয়ালি ও আর্চওয়ে দিয়ে তল্লাশি করিয়ে প্রবেশ করানো হবে। এ ছাড়া মন্দিরের নিরাপত্তার জন্য মন্দির কর্তৃপক্ষের মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন