ঢাকা-রাজশাহী রেল রুটের গাজীপুর সিটি করপোরেশনের সালনা নাগদা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালের রেল পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে সোনালী চেক এবং কাল হাফ হাতা শার্ট রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, সকালে সালনার মীরেরগাও এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইনের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন