১৭ জুন, ২০১৯ ২১:৪২

বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে মিছিল-সমাবেশ

২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্ব পরিষদ এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশালের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে নগরীর সদর রোডে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। 

সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, নজরুল ইসলাম চুন্নু, নজমুল হোসেন, শুভংকর চক্রবর্তী, মিন্টু কুমার কর, শান্তি দাস, বিশ্ব নাথ দাস মুন্সি, বাসু দেব ঘোষ, সিরাজুম মুনির টিটু, মিজানুর রহমান ও যাত্রা শিল্পি আনসার আলী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে সাংস্কৃতিক কর্মীদের ছাড়া কোনোভাবেই সরকারের একার পক্ষে জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিহত করা সম্ভব নয়। তাই সংস্কৃতিক খাতে বাজেট বৃদ্দির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এই ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজ পথে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারিও দেন। 

সমাবেশ শেষে একই দাবীতে সাংস্কৃতিক কর্মীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এর আগে, সমাবেশের শুরুর পূর্ব মুহূর্তে একই দাবিতে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন উদীচী, বরিশাল নাটক ও তানসেনের শিল্পিরা। 

বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর