রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ের কারণে ৫ যাত্রীসহ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ রিদেন গণমাধ্যমকে বলেন, সকালে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ আছেন। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। আমাদের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম