৫৩তম বিশ্ব যোগাযোগ দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে উৎসব এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে বরিশাল ক্যাথলিক ডাইওসিসের (খ্রিস্ট্রিয় সমাজ) সামাজিক যোগাযোগ কমিশন।
বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশপ প্রতিনিধি পাল পুরোহিত ফাদার লাজারুস গমেজ।
বরিশাল ক্যাথলিক ডাইওসিসের সামাজিক যোগাযোগ কমিশনের সমন্বয়কারী ফাদার অনল তেরেন্স ডি কস্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ক্লরেন্স গমেজ, কারিতাস বরিশাল অঞ্চলের প্রতিনিধি রতন গুদা এবং গৌরনদীর সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির। মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন এলাকার নেতৃস্থানীয় সুধীজন, সাংবাদিক এবং শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় পোপের উদ্ধৃতি দিয়ে সভাপতি বলেন, ইন্টারনেট সমগ্র মানব সমাজকে এক হতে সাহায্য করেছে। তবে আমরা ইন্টারনেটকে বিকৃতভাবে ব্যবহার করায় আমাদের একতায় ফাটল ধরেছে। পোপ আহ্বান করেছেন, যেন আমরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সবাই পারস্পারিক সম্পর্কযুক্ত থাকি এবং ইন্টারনেটকে কোন নেতিবাচক কাজে ব্যবহার না করি। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেন কারোর ব্যক্তিগত এবং রাজনৈতিক অধিকার খর্ব না হয় পোপ সকলের উদ্দেশ্যে সেই আহ্বান জানিয়েছেন।
এর আগে কেক কেটে এবং মোমবাতি প্রজ্জলন করে ৫৩তম বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে উৎসবের উদ্বোধন করা হয়। মতবিনিময় সভার আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা