Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ জুন, ২০১৯ ২১:৪৩

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

খুলনার শিরোমণি উত্তরপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে- ওই এলাকার  আব্দুল খালেক শেখের ছেলে হুজাইফা (৫) ও পাশের ওসমান শেখের মেয়ে পায়েল (৬)। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় ওয়ার্ড মেম্বার নবিরুল ইসলাম রাজা জানান, মঙ্গলবার শিরোমণি উত্তরপাড়ায় পুকুরের পাড়ে খেলার সময় তারা পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুজি করে পানির নিচ থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। রাতে নিহতদের নামাজে জানাযা শিরোমণি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 


বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য