গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২২ আগস্ট ধার্য করেছেন আদালত। আজ সোমবার (১৫ জুলাই) এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে সোমবার উভয়পক্ষের শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী ঢাকার ৩ নম্বর আদালতের বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন পরবর্তী দিন ধার্য করেন। এ দিন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।
প্রঙ্গগত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন দুদুকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
বিডি প্রতিদিন/এ মজুমদার