১৫ জুলাই, ২০১৯ ২০:৪৭

আদালতের খাস কামরায় ঢুকে হত্যার ঘটনায় তিন সদস্যের কমিটি

কুমিল্লা প্রতিনিধি

আদালতের খাস কামরায় ঢুকে হত্যার ঘটনায় তিন সদস্যের কমিটি

কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় ঢুকে হত্যার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। সোমবার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও ডিআইও ওয়ান মাহাবুব মোর্শেদ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের খাস কামরায় ফারুক নামে এক আসামিকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করা হয়। নিহত ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদ উল্লাহর ছেলে। ঘাতক হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর