বরিশালে লিড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচি পরিচালনা বিষয়ক স্কুল ব্যাংকিং কনফারেন্স ও এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। পরে র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে কনফারেন্স ও এ র্যালী অনুষ্ঠিত হয়।
পরে বরিশাল ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উপ-মহাব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাখার নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ।
সভায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন