১৭ জুলাই, ২০১৯ ১৭:৫৬

ময়মনসিংহে মেকানিকদের বিক্ষোভ-মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মেকানিকদের বিক্ষোভ-মানববন্ধন

সড়কে অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণের নামে মেকানিকদের অযথা হয়রানির প্রতিবাদে এবং মেকানিকদের সরকারি খরচে প্রশিক্ষণ ও কর্মে নিশ্চয়তাসহ সহজশর্তে লাইসেন্স প্রদানের দাবিতে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার নগরীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে জেলা মটরসাইকেল ওয়ার্কসপ ইউনিয়ন। 

বিক্ষোভ মিছিলটি মালগুদাম ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ট্রেন ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন, জেলা মটরসাইকেল ওয়ার্কসপ ইউনিয়নের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক জহিরুল হক জুরল। 

এসময় বক্তারা বলেন, পুলিশ রাস্তায় অবৈধ ও কাগজপত্রহীন মোটরসাইকেল ধরার নামে মেকানিকদেরও হয়রানি করছে। ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রদর্শন করা সত্ত্বেও পুলিশ অনেককে মামলা দিয়ে হয়রানি করছে। 

এসময় বক্তারা আরও বলেন, মেকানিকরা সাধারণরণত মোটরসাইকেল মেরামত করার পর রাস্তায় ট্রায়াল দেয়। আর তখনই পুলিশ তাদের হয়রানি করার পাশাপাশি মামলা দিয়ে দেয়।     


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর