বরিশালে জেলা পর্যায়ে প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের (ইটিপিএফএস) উদ্বোধন হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশ লাইনসে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। এ উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উপর মাঠ পর্যায়ের পুলিশ কমকর্তাদের অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। সরকারি সংস্থা হিসেবে পুলিশেও ডিজিটালাইজেশন হচ্ছে। তারই একটি অংশ বরিশালে ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম। এর মধ্য দিয়ে জনগণের কোনো ভোগান্তি থাকবে না বললেই চলে। পুলিশের কাজ আরও সহজ হয়ে গেলো। জনগণ যাববাহনের জরিমানার টাকা দিয়ে দ্রুত তার কাগজপত্র নিয়ে যেতে পারবে। কোনো অস্বচ্ছতাও থাকবে না। সকল অস্বচ্ছতা দূর হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের ব্যবহারসহ সার্বিক বিষয়ে বরিশাল জেলার আওতাধীন ১০টি থানার ওসি ও পরিদর্শক, ট্রাফিক পরিদর্শক, সার্জেন্ট এবং এসআইদের প্রশিক্ষণ দেয়া হয়।
এর আগে, ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমে কাজ করতে বরিশাল জেলা পুলিশের সাথে সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষের চুক্তি সম্পন্ন হয়।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ ইউসিবি ব্যাংক, গ্রামীণ ফোন ও পুলিশ হেড কোয়ার্টার্সের আইটি শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার বরিশাল মহানগর এলাকায় ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করবেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দিন খান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম