বাংলাদেশ শিপিং করপোরেশন বাণিজ্যিক নৌ-বহরে ইতোমধ্যে যুক্ত হয়েছে চীন সরকারের অর্থায়নে ছয়টি নতুন জাহাজ। এর মধ্যে ৩টি বাল্ক ক্যারিয়ার ও ৩টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার। এছাড়া চীন থেকে আরও ৬টি নতুন বাণিজ্যিক জাহাজ সরাসরি ক্রয়ের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য তুলে দরা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি বাংলাদেশ শিপিং করপোরেশনকে লাভজনক করার উপায় খুজেঁ বের করতে তিনি সদস্যের একটি সংসদীয় সাব-কমিটি গঠন করেছে। কমিটি প্রধান করা হয়েছে এম আব্দুল লতিফকে। সাব কমিটিকে আগামী ২ মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কমিটিতে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জানানো হয়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ২০১৪ সাল হতে এ পর্যন্ত বাংলাদেশ মেরিন একাডেমির ৫১ জন মহিলা ক্যাডেটকে বাংলাদেশ শিপিং করপোরেশনের বিভিন্ন জাহাজে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া যোগ্য ক্যাডেটদের বাংলাদেশ শিপিং করপোরেশনের বিভিন্ন জাহাজে নিয়োগ দেয়া হয়েছে। নতুন ছয়টি জাহাজে চার জন নারী অফিসার এবং ১৯ জন নারী প্রশিক্ষণার্থী ক্যাডেট নিয়োগ পেয়েছেন। বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়লের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন