ইসলামী বিধান অনুযায়ী, ঈদের তিনদিন পর্যন্ত অর্থাৎ ১০ জিলহজ থেকে ১২ জিলহজ পশু কোরবানি দেওয়া যায়। বেশির ভাগ মানুষ ঈদের দিনই কোরবানি দিয়ে থাকেন। তবে সংখ্যায় কম হলেও ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি দিয়েছেন অনেক ধর্মপ্রাণ মসুলমান।
ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর, মগবাজার, মালিবাগ, চকবাজার, বকশিবাজারসহ পুরান ঢাকার অলিতেগলিতে কোরবানির চিত্র চোখে পড়ে। তবে ঈদের দিনের তুলনায় এর সংখ্যা কম।
রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে গিয়ে দেখা যায়, পশু জবাই করার পর চামড়া ছাড়ানো হচ্ছে। কোথাও কোথাও আবার চামড়া ছাড়ানোর পর মাংস কাটাকাটির কাজ চলছে।
সাধারণত প্রথমদিন যারা কোরবানি করেননি মূলত তারাই আজ কোরবানি দিচ্ছেন। তবে কেউ কেউ আছেন যারা ঈদের দিন কোরবানি করেছেন আজ আবারও করছেন। এদিন কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউবা ব্যবসা বা কাজের কাজের চাপে প্রথমদিন কোরবানি করতে না পারা, কারও আবার জবাই করার মত পর্যাপ্ত জায়গা না থাকা কিংবা কসাই না পাওয়াসহ বিভিন্ন কারণে তারা পশু কোরবানি দিচ্ছেন।
বংশাল এলাকার বাসিন্দা বাসিন্দা বলেন, ‘অনেকটা ইচ্ছে করেই ঈদের পরের দিন কোরবানি করা। আমরা পুরান ঢাকার মানুষ ঈদের দিনটা নামাজ পড়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দের সময় কাটাই। দ্বিতীয় দিন পশু কোরবানি করে আনন্দ ধরে রাখি।’
সালাম সিকদার নামে নবাবপুর এলাকার এক বাসিন্দা বলেন, ‘ঈদের দিন কসাই পাইনি। তাই বাধ্য হয়েই আজ কোরবানি করছি।’
বিডি-প্রতিদিন/মাহবুব