বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- চান্দিনার সাবেক মেয়র গ্রেফতার
- ড্রেনে পড়ে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর উদ্ধার মরদেহ
- বনানীতে পথশিশু ধর্ষণ : মূল অভিযুক্ত পরিবহন হেলপার গ্রেফতার
- দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল
- মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
রাজশাহীতে শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

‘এসো মিলি প্রাণে প্রাণে, সবুজের জয়গানে’ এই স্লোগান সামনে রেখে বৃক্ষ রোপণ কর্মসূচি’র অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে ফুল, ফল, কাঠ ও ওষুধি জাতের ৫০ হাজার গাছের চারা রোপণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ওই টাকায় গাছের চারা কিনে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় রোপণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে উপজেলার শিক্ষার্থীরা।
সোমবার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় ও বিশ্ব ওজোন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের এমন কাজে উদ্বুদ্ধ করে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, অধ্যক্ষ মোজাম্মেল হক, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম।
শিক্ষার্থীরা জানান, ‘আমাদের কাছ থেকে পাঁচ থেকে দশ টাকা করে নেওয়া হয়েছে। ওই টাকায় চারা কিনে আমাদের দেওয়া হয়েছে। সেই চারা বাড়ির আঙিনায় লাগিয়েছি আমরা।’ শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, তার কলেজ থেকে দুই হাজার গাছের চারা কিনে দিয়েছেন। তবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা না নিয়ে নিজেরাই এর ব্যবস্থা করেছেন।
পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফুল, ফল, কাঠ ও ঔষধি গাছের চাহিদা রক্ষায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে তাদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা।
এই বিভাগের আরও খবর