বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ‘স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন এন্ড ম্যাপিং অব টোটাল এভেইলবল ফসফরাস ইন লং-টার্ম ফসফেট ফার্টিলাইজড সয়েন্স অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুরের সদর দপ্তরে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্টিংগুইশড লরিয়েট প্রফেসর ও ম্যানেজিং ডিরেক্টর, সিআরসি ফর কনটামিনেশন অ্যাসেসমেন্ট এন্ড রেমিডিয়েশন অফ দ্যা এনভায়রনমেন্ট (সিআরসি কেয়ার), অস্ট্রেলিয়ার ড. রবি নাইডু। স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান।
কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং কো-অপারেটিভ রিসার্চ সেন্টার ফর কনটামিনেশন অ্যাসেসমেন্ট এন্ড রেমিডিয়েশন অফ দ্যা এনভায়রনমেন্ট (সিআরসি কেয়ার), ইউনিভার্সিটি অফ নিউক্যাসেল, অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/জামশেদ