১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৪০

'শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে'

নিজস্ব প্রতিবেদক

'শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে'

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে। এ ব্যাপারে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমাদের যে কর্মী আছে যে জনবল আছে, তা নিয়ে আমাদের ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। 

আজ বুধবার দুপুরে গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারদের জন্য বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র একথা বলেন।

পরিচ্ছন্নকর্মীদের উদ্দেশ্য করে মেয়র বলেন, প্রত্যেককে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে। কাজের কোনো বিকল্প নেই। কাজ করবেন না, অথচ বিল্ডিংয়ে থাকবেন, এটা হবে না। কাজ করবেন না, পয়সা তুলে নেবেন, এটি হবে না। কাজে আসবেন না, অন্য লোককে দিয়ে পাঞ্চিং করিয়ে হাজিরা দিয়ে দেবেন, এটা হবে না। 

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ডিএনসিসি) মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিব সরওয়ার আলম মাসুম, সংরক্ষিত নারী ওয়ার্ড (৯,১০,১১) কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর