বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে সেবিকাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ সিরিঞ্জ, ক্যানোলা ও স্যালাইন সুচ জব্দ করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনের নেতৃত্বে একটি পরিদর্শন দল ওই সরঞ্জামাদি জব্দ করে। তবে এসব সিরিঞ্জ ও ক্যানোলা ও স্যালাইন-সুচ কিভাবে মজুদ হল তা নিশ্চিত হতে পারেন নি কর্মকর্তারা। ওয়ার্ডের চাহিদার সঙ্গে মজুদের অসংগতি থাকায় সেগুলো জব্দ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, স্টোর রুম থেকে সরবরাহ করা ওষুধ রোগীদের মাঝে ঠিকমত বিতরণ হয় কিনা তা যাচাই করতে তিনি প্রতিমাসে প্রতিটি ওয়ার্ডের স্টোর রুম পরিদর্শন করেন। গত তিন মাস ধরে ডেঙ্গু রোগীর চাপ থাকায় তিনি ওয়ার্ডগুলো পরিদর্শন করেন নি।
বুধবার মহিলা মেডিসিন ওয়ার্ডের ষ্টোর রুম পরিদর্শনে গিয়ে সিরিঞ্জ, ক্যানোলা ও স্যালাইন সুচ অস্বাভাবিক মজুদ পাওয়া গেছে। এ কারণে তিনি সেগুলো জব্দ করেছেন। কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হবেন উদ্ধার হওয়া চিকিৎসা সরঞ্জামগুলো বৈধ নাকি অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত হতে পারবেন বলে জানান তিনি।
এর আগে ২০১৭ সালের ১২ মে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী কোয়ার্টারের পুকুর থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়। পরদিন ১৩ মে মহিলা মেডিসিন ওয়ার্ডে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষে লুকিয়ে রাখা ৫ লক্ষাধিক টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই সময় ওয়ার্ডের সেবিকা ইনচার্জ বিলকিস বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবৈধ ভাবে ওষুধ মজুদের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার