“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে” স্লোগান নিয়ে বরিশালে বেলুন ফেস্টুন উড়িয়ে ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন (সার্বিক) মো. জাকারিয়া। পরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ টুরিজম বোর্ডের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সুধিজন এস এম উকবাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ নিয়েছে। দক্ষিণাঞ্চলসহ দেশের সব যায়গাতেই পর্যটন কেন্দ্রগুলো আজ উন্নত হচ্ছে। দেশ বিদেশ থেকে দর্শণার্থীরা বাংলাদেশকে দেখতে এবং উপভোগ করতে আসছে। আমাদের এই সম্পদকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় আজ বেকার যুবসমাজের কর্মসংস্থাসহ ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। আমাদের এই অপার সম্ভাবনাময় সম্পদ সবার রক্ষা করতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা